আর্কাইভ থেকে বাংলাদেশ

ফেরি আমানত শাহ উদ্ধারে সরকারি জাহাজের সক্ষমতা নেই

ফেরি আমানত শাহ উদ্ধারে সরকারি জাহাজের সক্ষমতা নেই

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে, উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে, সরকারি কোনো উদ্ধারকারী জাহাজের সক্ষমতা নেই। শুক্রবার(৩০অক্টোবর) গতকাল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ কথা জানিয়েছেন।

এর আগে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছিলো, ফেরি উদ্ধারে চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে আনা হচ্ছে। অথচ প্রত্যয়ের ধারণ ক্ষমতা মাত্র আড়াই’শ টন। নিমজ্জিত ফেরিটির ওজন প্রায় ১ হাজার টনের মতো। আমাতন শাহ’র ওজনের কথা শোনার পর শেষমেশ পিছু হটানো প্রত্যয়কে।

এদিকে আজ ফেরী ডুবে যাওয়ার চতুর্থ দিনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে। সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছায় উদ্ধারকারি জাহাজ রুস্তম।

ফেরী উদ্ধার তৎপরতা
ফেরী উদ্ধার তৎপরতা

এর আগে উদ্ধার তৎপরতা শুরু করে জাহাজ হামজা। গেলোরাত পর্যন্ত ১২টি ট্রাক ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এখনো দুটি ট্রাক, তিনটি মোটর সাইকেল উদ্ধার বাকী রয়েছে। ১৭ টি যান নিয়ে ডুবে যায় ফেরী আমানত শাহ।

গত বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। আর ঘাটে আসার পর পরই ফেরিটির তলা ফেটে ডুবে যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ফেরি | আমানত | শাহ | উদ্ধারে | সরকারি | জাহাজের | সক্ষমতা | নেই