বছরের শেষ দিনে নিজেদের সামরিক সক্ষমতার এক অভাবনীয় সাফল্য দেখালো ভারত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জোড়া ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে দেশটি।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ওড়িশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়-এর সফল পরীক্ষা করেছে ভারত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি নির্দিষ্ট লঞ্চার থেকে উৎক্ষেপন করার পর অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
উল্লেখ্য, ক্ষেপণাস্ত্রটি ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার নিজস্ব কারিগরি সহায়তায় নির্মাণ করা হয়। এটি মূলত ভূমি থেকে আকাশমুখী আধা-ব্যালিস্টিক সমরাস্ত্র।
এসএইচ//