আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএনপি শিকড় থেকে বিচ্ছিন্ন ও নির্বাচনবিমুখ : কাদের

বিএনপি শিকড় থেকে বিচ্ছিন্ন ও নির্বাচনবিমুখ : কাদের

নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাই তারা শিকড় থেকে বিচ্ছিন্ন এবং নির্বাচনবিমুখ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই’এমন বক্তব্য বিএনপি নেতারা একযুগ ধরেই দিয়ে আসছেন। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই। তাদের পায়ের নিচে মাটি থাকলে তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো।

তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিএনপিই গণতন্ত্রকে বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিল। সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে বিএনপিই গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র বিকাশের পথে বহু বাধা-বিপত্তিকে অতিক্রম করে শেখ হাসিনা গণতন্ত্রকে সঠিক পথে এনেছেন। অপরদিকে বিএনপি গণতন্ত্র বিকাশে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সহনশীল বলেই পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যা, একুশে আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে হত্যার চেষ্টা করার পরেও আওয়ামী লীগ প্রতিশোধপরায়ন হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | শিকড় | বিচ্ছিন্ন | ও | নির্বাচনবিমুখ | | কাদের