২০২৫ সালে ইসরাইল ছেড়েছেন ৬৯ হাজারেরও বেশি ইসরাইলি। মূলত হামাসের সঙ্গে যুদ্ধে ভীতিকর অবস্থার কারনে তারা দেশ ছেড়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) ইসরাইলি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএস জানিয়েছে, ২০২৪ সালে ৮২ হাজার ৭০০ ইসরাইলি দেশ ছেড়েছিলেন।
ইসরাইলের মোট ১ কোটি ১ লাখ ৭৮ হাজার জনসংখ্যার মধ্যে ৭৭ লাখ ৭১ হাজার ইহুদি। এটি মোট জনসংখ্যার ৭৬.৩ শতাংশ।
এরমধ্যে আরব জনগোষ্ঠীর সংখ্যা ২১ লাখ ৪৭ হাজার। এই হার ২১.১ শতাংশ। এছাড়া বিদেশী রয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ। এই হার ২.৬ শতাংশ।
এসএইচ//