আর্কাইভ থেকে ফুটবল

মাহে রমজানের শুভেচ্ছা জানালো বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

মাহে রমজানের শুভেচ্ছা জানালো বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের ফেসবুক পেজে এক বার্তায় রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’ সঙ্গে প্রার্থনার ইমোজি দেয়া হয়েছে। হ্যাশ ট্যাগে রমজান করিম দিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে, আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে ইসলাম ধর্মের অনুসারী দু’জন ফুটবলার আছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার খ্যাত করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন। এছাড়া মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তারা হ্যাশ ট্যাগে রমজান করিম লিখে দুই পাশে দুটি লাভের ইমোজি ব্যবহার করেছে। এছাড়াও তারা একটি ভিডিও পোস্ট করেছে যেখানে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে দেখা যায় কোচ জাভি হার্নান্দেজসহ আরও দুজন খেলোয়াড়কে। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা, রমজান মাসের আগমনের জন্য বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। রমজান করীম ও শুভ নববর্ষ! বার্সা থেকে বিশ্বজুড়ে যারা উদযাপন করছে তাদের জন্য একটি বরকতময়। সঙ্গে প্রার্থনার ইমোজি দেয়া হয়েছে। উল্লেখ্য, বার্সেলোনায় ইসলাম ধর্মের অনুসারী দু’জন ফুটবলার আছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার খ্যাত ওসমান দেম্বেলে। অন্যজন স্পেনের স্ট্রাইকার আনসু ফাতি।

এ সম্পর্কিত আরও পড়ুন মাহে | রমজানের | শুভেচ্ছা | জানালো | বার্সেলোনারিয়াল | মাদ্রিদ