বিএনপি

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে

সালাহউদ্দিন আহমেদ

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্রে যেসমস্ত ঘোষণা রয়েছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগেও প্রতিশ্রুতি দিয়েছিলাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান বলেন, প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেনঅন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #ঘোষণাপত্র #ও #নির্বাচনের #ঘোষণাকে #বিএনপি #স্বাগত #জানিয়েছে #