আর্কাইভ থেকে এশিয়া

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছরের কারাদণ্ড পাওয়া রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার (২৪ মার্চ) লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। রাহুল গান্ধী পার্লামেন্টের সদস্যপদ হারানোর ব্যাপারে লোকসভা দপ্তর এক বিবৃতিতে বলেছে, শ্রী রাহুল গান্ধী, লোকসভার কেরালার ওয়ানাড আসন থেকে, দণ্ড পাওয়ার দিন ২৩ মার্চ ২০২৩ সাল থেকে, ভারতীয় সংবিধানের ৯৫২ সালের জনপ্রতিনিধি আইনের ১০২(১) ৮ ধারায় অযোগ্য হয়ে গেছেন। রাহুল গান্ধীর সদস্যপদ বাতিলের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তারা দাবি করেছে, কয়েকদিন ধরে রাহুল লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ধনকুবের গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছিলেন। এ কারণে ‘ষড়যন্ত্র’ করে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  গতকাল দণ্ড দেওয়ার পরই রাহুলকে জামিন দেওয়া হয়। এছাড়া আপিলের সুযোগ দিতে ৩০ দিনের জন্য এ দণ্ড স্থগিত করা হয়। এখন এই রায় যদি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে আগামী ৮ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না রাহুল গান্ধী। প্রসঙ্গত, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গেলো বৃহস্পতিবার জানিয়েছিল, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের শেষ অংশ নিয়ে বাজে মন্তব্য করেন রাহুল। এরপর তার বিরুদ্ধে গুজরাটের সুরাটে মানহানির মামলা করেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মন্ত্রী পুনেশ মোদি। ২০১৯ সালে কর্ণাটকে লোকসভা নির্বাচনের একটি র‌্যালিতে মোদিকে নিয়ে ওই কটূক্তি করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, ‘কীভাবে সব চোরের নাম মোদি হয়?’ মূলত ভারতের পলাতক আসামী নিরব মোদি এবং ললিত মোদির কথার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেছিলেন তিনি।    

এ সম্পর্কিত আরও পড়ুন রাহুল | গান্ধীর | সংসদ | সদস্য | পদ | বাতিল | ঘোষণা