আর্কাইভ থেকে দেশজুড়ে

কিশোরগঞ্জে ১ লিটার দুধ বিক্রি হচ্ছে ১০ টাকায়

কিশোরগঞ্জে ১ লিটার দুধ বিক্রি হচ্ছে ১০ টাকায়
সম্প্রতি বাজারে চলছে নানা রকম অস্থিরতা। নিত্যপণ্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না কোনো ভাবেই। অস্থিরতার বাজারে  পবিত্র রমজান উপলক্ষে ভিন্নরকম এক উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের এক ব্যবসায়ী এরশাদ উদ্দিন। খামারে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছেন। তবে সামর্থ্য অনুযায়ী কেউ কেউ ১ টাকা কিংবা বিনামূল্যেও দুধ পাবেন। শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু করেন। পুরো রোজায় চলবে এ কার্যক্রম। একদিনে একজন সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারছেন। এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে এরশাদ উদ্দিন নিজ এলাকায় জে সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের ৪০০ গরু আছে। এর মধ্যে বর্তমানে ২০টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৭০-৭৫ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। এসব দুধ ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সামর্থ্য অনুযায়ী কেউ কেউ ১ টাকা কিংবা বিনামূল্যেও দুধ পাবেন। যে কেউ তার খামার থেকে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। সরজমিনে এরশাদের খামারে গিয়ে দেখা গেছে, কয়েকশ নারী-পুরুষ বোতল হাতে লাইন ধরেছেন। কেউ ১০ টাকায় আবার কেউবা ১ টাকায় আবার কেউ বিনামূল্যেও দুধ পেয়েছেন। দুধ ক্রেতা হারেস উদ্দিন ও কামাল মিয়া গণমাধ্যমে বলেন, এরশাদ সাহেব আমাদের জন্য ১০ টাকা করে এক লিটার দুধ দিচ্ছেন। আমরা অনেক খুশি। কারণ বাজার থেকে দুধ কিনে খাওয়া সম্ভব না। আরেকজন মোহাম্মদ ইমরান বলেন, এরশাদ ভাইয়ের এ মানবিক উদ্যোগ আমাদের উপজেলায় প্রশংসিত হয়েছে। তিনি সব সময়ই এমন মানবিক উদ্যোগ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন কিশোরগঞ্জে | ১ | লিটার | দুধ | বিক্রি | হচ্ছে | ১০ | টাকায়