ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসে ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা,ফেনীসহ ১১ জেলা। এ বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে মোট ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন মানুষ প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ছাড়া মারা গেছেন ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।
একইদিনে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১৯ কোটি টাকার একটি অনুদানের চেক গ্রহণ করেন ত্রাণ উপদেষ্টা। এ অর্থ সহায়তা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে বলেও জানান তিনি।
আই/এ