আর্কাইভ থেকে ফুটবল

পর্তুগালের জয়ের দিনে রোনালদোর নতুন মাইলফলক

পর্তুগালের জয়ের দিনে রোনালদোর নতুন মাইলফলক
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে লিচেনস্টাইনের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করলো ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৯৭তম ম্যাচ খেলে রোনালদো এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার। এছাড়াও ম্যাচে জোড়া গোল করে ক্যারিয়ারের ১২০তম গোল পূর্ণ করলেন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে থাকা এ তারকা। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে জোসে আলভালাদে স্টেডিয়ামে লিচেনস্টাইনকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর জোড়া গোল ছাড়াও দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো ও বেনার্দো সিলভা। কাতার বিশ্বকাপের শেষ দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ম্যাচটি ছিল রোনালদোর ১৯৬ তম ম্যাচ। এরপর অনেকের মনে সংশয় দেখা দিয়েছিল রোনালদো আর জাতীয় দলে সুযোগ পাবেন কিনা। তবে বিশ্ব আসর শেষে নতুন কোচের অধীনে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে জাতীয় দলে ডাক পেলেন রোনালদো এবং আবারও ফিরলেন ম্যাচে শুরুর একাদশে।  

এ সম্পর্কিত আরও পড়ুন পর্তুগালের | জয়ের | দিনে | রোনালদোর | নতুন | মাইলফলক