ফিফা ফুটসালে দারুণ শুরু করলো আর্জেন্টিনা। উজবেকিস্তানে চলমান এই আয়োজনে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে হারিয়ে দিয়েছে দলটি। যদিও আকাশী-নীল জার্সিধারীরা শুরুতে পিছিয়ে পড়েছিল, তবে তাদের ফিরে আসা ছিল অতুলনীয়।
গ্রুপ ‘সি’ তে ইউক্রেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ১৮ মিনিটের মাথায় পেট্রো শোতুরমার গোলে এগিয়ে যায় ইউক্রেন। এরপরই ঘুরে দাঁড়ায় আলবিসেলিস্তেরা।
আর্জেন্টিনার হয়ে কেভিন আরিয়েত্তা ও ক্রিশ্চিয়ান বোরুতোও জোড়া গোল করেছেন। দলের বাকি তিন গোল করেছেন অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা, লুকাস বোলি অ্যালেমিনোর কাছ থেকে।
আগামী ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আকাশী-নীলরা।
এম এইচ//