আর্কাইভ থেকে দেশজুড়ে

সাধ্যের মধ্যে ইফতারি কিনতে পারছেন রোজাদাররা

সাধ্যের মধ্যে ইফতারি কিনতে পারছেন রোজাদাররা
রাজধানীর নাখালপাড়ায় বাসিন্দারা সাধ্যের মধ্যে ইফতার কিনতে পারছেন। রোজার দিনগুলোতে সেখানে বাহারি ইফতার পণ্যের পসরা বসে। দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তবে শুধু  নাখাল পাড়াই নয়, রাজধানীর বেইলি রোডের অভিজাত ইফতারও বেশ ঐতিহ্যবাহী। পুরান ঢাকার পাশাপাশি রমজান মাসে বেইলি রোডেও ইফতার বিক্রির হিড়িক পড়ে। এখানেও বিক্রি হয় নানা ধরনের ইফতারসামগ্রী। রমজানের দ্বিতীয় দিন শনিবার (২৫ মার্চ) রাজধানীর নাখাল পাড়া ইফতার বাজার ঘুরে দেখা গেছে, সেখানে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নাখাল পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর অন্যান্য ইফতারের বাজারের তুলনায় সেখানে সাধ্যের মধ্যে  ইফতার কিনতে পারছেন। দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন, পুরো রমজানজুড়েই তাদের বেচাকেনা ভালো থাকে। এবারও তারা ভালো ব্যবসা প্রত্যাশা করছেন। নাখাল পাড়ায় রমজানে দোকানিরা ইফতারসামগ্রী বিক্রিতেই ব্যস্ত থাকেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে বেচাকেনা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এখানে ছোলা প্রতি কেচি ১৩০ টাকা, বুরিন্দা ও জিলাপি প্রতি কেজি ১৮০ টাকা। এছাড়া পিয়াজু, সবজি পাকোড়া, বেগুনি, আলুর চপ প্রতিটি পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে। যা রাজধানীর অনান্য বাজারে তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। সেখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর ইফতার পণ্যের দাম অনেক বেশি। চড়া দামে ইফতার পণ্য কিনতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। সে তুলনায় এখানে ইফতার সামগ্রী সাধ্যের মধ্যে কিনতে পারছি।  

এ সম্পর্কিত আরও পড়ুন সাধ্যের | মধ্যে | ইফতারি | কিনতে | পারছেন | রোজাদাররা