আর্কাইভ থেকে ফুটবল

সেশেলসের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

সেশেলসের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেশেলসর বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৪২তম মিনিটে ডিফেন্ডার তারিক কাজী গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দেশটি। আজ শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচ জমিয়ে তোলে দুদল। ম্যাচের মাত্র ৩ মিনিটে সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে সাদ উদ্দিনের নেয়া আড়াআড়ি শটে বল দ্রুত সীমানার বাইরে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করে সিশেলসের এক ডিফেন্ডার। বাংলাদেশ বড় রকমের বিপদের হাত থেকে বেঁচে যায় ম্যাচের ২০তম মিনিটে। হুট করে বাংলাদেশের রক্ষণভাগে উঠে দলটির এক ডিফেন্ডার দুর্দান্ত শট নেন। কিন্তু তার শটটি একটুর জন্য যায় পোস্টের বাইরে দিয়ে। ৪২ মিনিটে ডিবক্সের কিছুটা বাইরে ফ্রি-কিক পায়  বাংলাদেশ। দলের কাপ্তান জামাল ভুঁইয়ার নেয়া স্পট কিক হেডে ফিরিয়ে দেন সেশেলসের এক ডিফেন্ডার। তবে সেই বল চলে যায় তারিক কাজি মাথায়। সুযোগ নষ্ট না করে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় ২০২১ সালে নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলির। এলিটাই একমাত্র ফুটবলার, যিনি বাংলাদেশে খেলতে এসে এদেশের নাগরিকত্ব নিয়েছেন। অবশেষে পূরণ হয়েছে বাংলাদেশি হিসেবে তাঁর আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্নও। স্বপ্ন পূরণের পর গোল করার সুযোগও আসে তাঁর সামনে। কিন্তু তাঁর শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর আর গোলের দেখা পায়নি কোন দল। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন সেশেলসের | বিপক্ষে | জয় | পেলো | বাংলাদেশ