আর্কাইভ থেকে বাংলাদেশ

দূর্দান্ত ইংলিশদের সামনে টিকে থাকার লক্ষ্য লঙ্কানদের

দূর্দান্ত ইংলিশদের সামনে টিকে থাকার লক্ষ্য লঙ্কানদের

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার (১ নভেম্বর) রয়েছে একটি ম্যাচ। সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

শারজার উইকেট এমনিতেই বোলারদের সহায়ক। ফলে ইংল্যান্ডের ব্যাটাররা সে ভাবে রান পাচ্ছেন না এই উইকেটে। আত্মবিশ্বাসের শিখরে থাকা ইংলিশ দলে ব্যাটিং-বোলিং ভারসাম্য রয়েছে। পেস অ্যাটাকে যেমন ওকস, মিলসরা আছেন, স্পিন আক্রমণে আছেন আদিল রাশিদ, মঈন আলিরা। শ্রীলঙ্কার থেকে খাতায় কলমে এগিয়ে থাকলেও হালকা ভাবে বিপক্ষকে দেখতে নারাজ মরগান।

তিন ম্যাচের সবগুলো জিতে অনেকটা নির্ভার থ্রি লায়ন্সরা। বিশেষ করে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চনমনে মেজাজে রয়েছে মরগান বাহিনী। দূর্দা্ন্ত ফর্মে আছেন জস বাটলার। চলতি আসরে সর্বোচ্চ রান স্কোরার তিনি। ৭ ম্যাচে এখনও পর্যন্ত ২৫৬ রান করেছেন বাটলার। স্ট্রাইক রেট ১৪৭ দশমিক ১২। ক্রিস জর্ডন শিকার করেছেন ১৫ উইকেট। সেরা ফিগার ২৮ রানে চার উইকেট।

অন্যদিকে তিন খেলায় একটি জয় এবং দুই হারে ব্যাকফুটে শ্রীলঙ্কা। গ্রুপ ওয়ান থেকে শেষ চার নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই তাদের। সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ইংল্যান্ড। রানরেটেও বেশ এগিয়ে তারা। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া রয়েছে তিন নম্বরে। দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট করে।

বাংলাদেশকে হারালেও অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে লঙ্কানরা। শেষ চারের পথ অনেকটাই কঠিন পেরেরাদের কাছে। হাতে থাকা দুটো ম্যাচই এখন বাঁচা মরার লড়াই তাদের জন্য। আজ (সোমবার) ইংল্যান্ডকে হারালে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখবে লঙ্কাবাহিনী। টিকে থাকার লড়াইয়ে পরিবর্তন আসতে পারে একটি। থিকসানার জায়গায় আকিলা ধনঞ্জয়কে দেখা যাবে মূল একাদশে।

অতীত পরিসংখ্যানে এগিয়ে অবশ্য ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে ১২ বারের সাক্ষাৎকারে ৮টিতেই জয় ইংলিশদের। তার মধ্যে শেষ ছয় ম্যাচেই লঙ্কানদের হারিয়েছে ইংলিশরা। এর মধ্যে শেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে থ্রি-লায়ন্সরা। তবে ২০১২ বিশ্বকাপে ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সেই ম্যাচে তাদের দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫০ রানে থামে ইংলিশদের ইনিংস।

স্পোর্টস ডেস্ক/হাসিব

এ সম্পর্কিত আরও পড়ুন দূর্দান্ত | ইংলিশদের | সামনে | টিকে | থাকার | লক্ষ্য | লঙ্কানদের