আর্কাইভ থেকে ফুটবল

যে পাঁচ কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ব্যর্থতা (ভিডিও)

যে পাঁচ কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ব্যর্থতা (ভিডিও)
কাতার বিশ্বকাপে মরুর বুকে ব্রাজিলের পুড়ে যাওয়া হৃদয় আবারও দগ্ধ মরক্কোর বিপক্ষে হেরে। রোববার ভোরে দ্য অ্যাটলাস লায়ন্সদের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইবনে বতুতা স্টেডিয়ামে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ উপভোগ করেন ৬৫ হাজার দর্শক। ম্যাচের ২৯তম মিনিটে সেলেসাওদের অবাক করে এল খানুসির পাস থেকে মরক্কোকে এগিয়ে দেন সুফিয়ান বুফাল। তবে ম্যাচের ৬৭তম মিনিটে ক্যসিমিরোর গোলে ব্রাজিল সমতায় ফিরলে ভিনিসিয়াসদের মনে আশা জেগেছিল বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে নতুন শুরুর। কিন্তু ম্যাচের ৭৯তম মিনিটে হামিদ সাবিরির গোলে সেলেসাওদের বিপক্ষে প্রথমবারের মতো জয় পায় মরক্কো। কাতার বিশ্বকাপে স্পেন, বেলজিয়াম,পর্তুগালের মতো বাঘা বাঘা দলকে হটিয়ে সেমিফাইনালে খেলা মরক্কোর কাছে ব্রাজিলের এই হারকে অবশ্য অঘটন বলার কোন সুযোগ নেই। বিশ্বকাপের ধারাবাহিকতায় উজ্জীবিত ফুটবল উপহার দিয়ে যোগ্য দল হিসেবেই জিতেছে হিকিমি-জিয়েসরা। তবে ব্রাজিলের এই হারের পিছনে রয়েছে বেশ কিছু কারণ, যার প্রথমটি হল স্থায়ী কোচ নিয়োগ দিতে না পারা। বিশ্বকাপ শেষে তিতের বিদায়ের পর তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কোচ আনতে পারেনি ব্রাজিল। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া রামন মেনেজেস মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে খুবই অল্প সময় পেয়েছেন। ফলে দলকে ঠিকঠাক গুছাতে যে পারেননি তা ব্রাজিলের পারফরম্যান্সই স্পষ্ট। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় নেইমারের অনুপস্থিতিতে নম্বর ১০ পজিশনে খেলা রদ্রিগো সেভাবে ফেলতে পারেননি প্রভাব। আক্রমণভাগে চোটের কারণে দলের বাইরে থাকা নেইমারের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। তৃতীয় কারণ অভিজ্ঞ থিয়াগো সিলভা না থাকায় ছন্নছাড়া ছিল রক্ষণভাগ। এডার মিলিটাও, ইবনেজ কিংবা এমারসন রয়েলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। চতুর্থ কারণ মরক্কোর বিপক্ষে এ ম্যাচে পাঁচ তরুণ ফুটবলারের অভিষেক করিয়েছিলেন মেনেজেস। কিন্তু এই তরুণেরা ছিলেন ব্যর্থ। নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবও ছিল লক্ষণীয়। এ ম্যাচে চোখ ছিল পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড রনির ওপর। কিন্তু মাঝেমধ্যে কিছু ঝলক দেখা গেলেও সেভাবে মন ভরাতে পারেননি তিনি। বরং মিস করেছেন সহজ গোলের সুযোগ। ১৮ বছর বয়সী মিডফিল্ডার আন্দ্রে সান্তোসও ব্যর্থ হয়েছেন প্রত্যাশা পূরণে। পঞ্চম কারণ বলা যায় মরক্কোর আত্মবিশ্বাস। বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর সেই আত্মবিশ্বাসী ফুটবল বাড়তি চাপে ফেলেছে ব্রাজিলকে। আক্রমণে যাওয়া কিংবা রক্ষণ সামলানো—দুই জায়গাতেই দাপুটে ফুটবল খেলেছে মরক্কো। যার ফলাফল হিসেবে মরক্কোর বিপক্ষে জয় তুলতে ব্যর্থ হয় ব্রাজিলিয়ানরা।

এ সম্পর্কিত আরও পড়ুন পাঁচ | কারণে | মরক্কোর | বিপক্ষে | ব্রাজিলের | ব্যর্থতা | ভিডিও