আর্কাইভ থেকে ক্রিকেট

অলৌকিক কিছুতে আটকে আছে ভারতের সেমির আশা: আফ্রিদি

অলৌকিক কিছুতে আটকে আছে ভারতের সেমির আশা: আফ্রিদি

সংযুক্ত আরব আমিরাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে বেশ ভালো পারফরম্যান্স ছিল ভারতের ক্রিকেট দলের। কিন্তু সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর প্রশ্ন উঠে দলটির খেলোয়াড়দের নিয়ে। তারপরও অনেকে ভেবেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু করবে ভারত।

রোববার নিউজিল্যান্ড ও ভারত খেলতে নামলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১০ রান সংগ্রহ করে ভারত। কিন্তু এ ম্যাচটিতেও প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে হারের মতোই পরাজিত হয় ভারত। এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ৮ উইকেটে হারে নিউজিল্যান্ডের কাছে।
 
ভারতের এভাবে হারের পর  ভক্ত-অনুরাগী এবং ক্রিকেট বোদ্ধারা প্রশ্ন তুলেছেন, তাহলে কি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই ছিটকে যাবে ভারতীয় ক্রিকেট দল? তাহলে কি ভারত এবার সেমিফাইনাল খেলতে পারবে না?

এদিকে ভারতের ক্রিকেট দলের পারফরম্যান্স সম্পর্কে মতামত জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। রোববার (৩১ অক্টোবর) সোশ্যাল মিডিয়া টুইটারে যেন অনেকটা কটাক্ষের সুরেই মতামত জানান আফ্রিদি।

তিনি লিখেছেন, ভারতের এখনো সেমিফাইনালে খেলার জন্য যোগ্যতা অর্জনের একটা সুযোগ রয়েছে।  কিন্তু তারা যেভাবে দুটি বড় ম্যাচ খেলেছে, তাদের যোগ্যতা অর্জন দেখতে হলে একটা অলৌকিক ঘটনার প্রয়োজন, এটা ছাড়া আর কিছুই লাগবে না।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন অলৌকিক | কিছুতে | আটকে | আছে | ভারতের | সেমির | আশা | আফ্রিদি