স্প্যানিশ লা লিগায় ফুটবলে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ওয়ান্ডা মেট্রোপোলিটানো স্টেডিয়ামে রিয়াল বেটিসকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের প্রথমার্ধের ২৬ মিনিটে ইয়ানিক কারাসকোর গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। বিরতির পর হয় বাকি দুই গোল। তার মধ্যে একটি ছিলো আত্মঘাতি। প্রতিপক্ষ রিয়াল বেটিস দলের ডিফেন্ডার জার্মান পেজেল্লার আত্মঘাতী গোলে ফলাফল দ্বিগুন হয় লুইস সুয়ারেজ দলের।
ম্যাচের ৮০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ওয়াও ফেলিক্স। তাতে বড় গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।