টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের রেসে টিকে থাকার লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ হ্যাটট্রিক জয়ে উড়তে থাকা ইংল্যান্ড।
সোমবার (১ নভেম্বর) দিনের একমাত্র ম্যাচটি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দাপুটে শুরু শ্রীলঙ্কার। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লঙ্কানরা। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ-১ থেকে সেমিফাইনাল খেলার স্বপ্নে ভাটা পড়েছে দাসুন শানাকার দলের।
এই গ্রুপের ইংল্যান্ডের অবস্থান বেশ শক্ত। নিজেদের প্রথম ৩ ম্যাচের ৩টিতেই জয়। বলা যায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে থ্রি লায়ন্সরা। আজ শ্রীলঙ্কা বিপক্ষে এ ম্যাচ জিতলে সবার আগে সেমি নিশ্চিত হবে তাদের।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।
শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আভিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামেরা, মহেশ থিকশানা ও লাহিরু কুমারা।
এস