আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে ভারতের বিদায় দেখে ফেলেছেন শেবাগ

বিশ্বকাপে ভারতের বিদায় দেখে ফেলেছেন শেবাগ

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ হয়ে গেছে ভারতের। ক্রিকেটের তিন বিভাগেই কিউইদের বিপক্ষে কার্যত দাঁড়াতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা।

এরপরেই নিজের ক্ষোভ উগরে দিলেন বীরেন্দ্র শেবাগ। এক টুইটে তিনি লিখেছেন, ‘ভারতের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। তবে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষা বাজে ছিল। শট নির্বাচনও খারাপ হয়েছে। অতীতের মতো আবারও নিউজিল্যান্ড আমাদের পরবর্তী ধাপে যাওয়ার আশা প্রায় শেষ করে দিলো। এই হার ভারতকে ব্যথিত করবে। সময় এসেছে এই বিষয়ে ময়নাতদন্ত করার।’

এখন কোনো, কিন্তুর ওপর নির্ভর করছে ভারতের সেমি ভাগ্য। তাদের পরের তিন ম্যাচ রয়েছে আফগানিস্তান-স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। সেকেন্ড ফাইনালে খেলতে হলে এসব ম্যাচে জিততেই হবে মেন ইন ব্লুদের। সেই সঙ্গে আফগানিস্তান-নিউজিল্যান্ডের হারের কামনা করতে হবে টিম ইন্ডিয়াকে। এখন অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই বিরাট কোহলিদের।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | ভারতের | বিদায় | দেখে | ফেলেছেন | শেবাগ