সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন এবং দেশের সাতটি পৌরসভা ও চারটি ইউনিয়নে ভোট গ্রহন চলছে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড ও তিনটি পৌরসভার একটি করে ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইভিএম এ। সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে আওয়ামী লীগের মেরিনা জাহানসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নীলফামারীর ডোমার, দিনাজপুরের ঘোড়াঘাট, নড়াইলের লোহাগড়া, ফেনীর ছাগলনাইয়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, নরসিংদীর ঘোড়াশাল ও বগুড়ার সোনাতলা পৌরসভা ভোট হচ্ছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়।