আর্কাইভ থেকে ইউরোপ

স্পেনে ১২ শ' শতাব্দির হাম্মামের সন্ধান

স্পেনে ১২ শ' শতাব্দির হাম্মামের সন্ধান

ঐতিহাসিকভাবে ইসলামে সমৃদ্ধ দেশ স্পেনে বিভিন্ন সময় মাটি খুঁড়ে কোনো না কোনো ইসলামি ইতিহাস তুলে আনে প্রত্নতাত্ত্বিকরা। এবার খননকাজের মাধ্যমে ১২ শ' শতাব্দির একটি গোসলখানা বা হাম্মামের সন্ধান মিলল সেভিলে শহরে। এই হাম্মাম ইসলামি শিল্প ও কারুকার্যে খচিত একটি বহুমূল্যবান স্থাপনা।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ নিউজ জানায়, সেভিলে শহরের সেরভেরসেরিয়া জিরাল্ডা বারের তলায় হাম্মাম খানাটির খোঁজ পায় প্রত্নতাত্ত্বিকরা। বারের নীচে এমন হাম্মামের অস্তিত্বের কল্পনাও করতে পারেনি তারা।

জিরাল্ডা বারের চার মালিকের একজন অ্যান্তোনিও কাস্ত্রো বলেন, লোকমুখে শোনা যেত এখানে একটি হাম্মামখানা ছিল। আমরা ভবন সংস্কার করাতে গিয়ে প্রত্নতাত্ত্বিকদের খবর দিই। অবশেষে হাম্মামটি বেরিয়ে আসে।

লোকমুখে প্রচলিত কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন হাম্মামটির আবিষ্কারক প্রত্নত্তত্ববিদ আলভারো জিমেনেজও। তবে গেল জুলাইয়ে বারের দেয়ালে ও মেঝেতে মেরামতির কাজ করতে গিয়েই অভাবনীয় নিদর্শন চোখে পড়ে।

বিশেষজ্ঞরা বলছে, ১২শ’ শতাব্দিতে স্পেন ও পর্তুগালের আলমোহাদ সাম্রাজ্যের অধীনে এই ডিজাইনের হাম্মামটি তৈরী করা হয়েছিল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন স্পেনে | ১২ | শ | শতাব্দির | হাম্মামের | সন্ধান