নববর্ষ উদ্যাপনের মাঝেই সুইজারল্যান্ডের অভিজাত আলপাইন স্কি রিসোর্ট শহর ক্র্যান্স-মন্টানায় একটি মদের বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
ওয়ালিস ক্যান্টন পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন বার্তা সংস্থা এএফপিকে জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা অনেক বেশি এবং পরিস্থিতি ছিল ভয়াবহ।
তিনি বলেন, স্থানীয় সময় রাত দেড়টার দিকে পর্যটকদের কাছে জনপ্রিয় ‘লে কনস্টেলেশন’ নামের বারে বিস্ফোরণটি ঘটে। সেখানে তখন নববর্ষের অনুষ্ঠান চলছিল।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যান্টনের প্রেসিডেন্ট মাথিয়াস রেনার্ড বলেন, ‘যে সময়টি আনন্দ আর উদ্যাপনের হওয়ার কথা ছিল, সেটিই মুহূর্তের মধ্যে এক ভয়ংকর বিপর্যয়ে পরিণত হয়।’
পুলিশ কমান্ডার ফ্রেদেরিক জিসলার বলেন, ‘কয়েক ডজন মানুষের প্রাণহানি আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।’
তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দুর্ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং ক্র্যান্স-মন্টানার আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আগুনে জ্বলতে থাকা ভবন এবং চারপাশে জরুরি সেবা কর্মীদের তৎপরতা দেখা গেছে।
এদিকে নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র গেটান ল্যাথিয়ন।
এমএ//