আর্কাইভ থেকে ক্রিকেট

আগে বোলিংয়ের প্রথা ভেঙে ব্যাটিংয়ে পাকিস্তান

আগে বোলিংয়ের প্রথা ভেঙে ব্যাটিংয়ে পাকিস্তান

আগের তিন ম্যাচেই পরে ব্যাট করে জিতেছে পাকিস্তান। তাই বোলাররা পরীক্ষায় পড়েননি এতদিন। সে পরীক্ষাটা নামিবিয়ার বিপক্ষেই যেন নিতে চাইলেন অধিনায়ক বাবর আজম। টসে জিতলেন আজ, নিলেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত।

আজ (মঙ্গলবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মূলত ব্যাটারদের পরীক্ষা করে নিতেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের।

আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। অন্যদিকে পিক্কি ইয়া ফ্রান্স ও বার্নার্ড স্কলজকে বসিয়ে স্টিফান বার্ড ও বেন শিকিঙ্গোকে দলে নিয়েছে নামিবিয়া।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

নামিবিয়া একাদশ
ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংজেন, জন লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ইয়ান গ্রিন (উইকেটরক্ষক), জেজে স্মিট, ডেভিড ভিসে, ইয়ান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, স্টেফান বার্ড ও বেন শিকঙ্গো।  

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আগে | বোলিংয়ের | প্রথা | ভেঙে | ব্যাটিংয়ে | পাকিস্তান