আর্কাইভ থেকে বিএনপি

ইসির সঙ্গে আলোচনা অর্থহীন: ফখরুল

ইসির সঙ্গে আলোচনা অর্থহীন: ফখরুল
নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা অর্থহীন হবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইসির চিঠি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যেহেতু নির্বাচন কমিশন স্বাধীন নয়, সেহেতু আলোচনায় কোনো ফল আসবে না বলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করেন। তাই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে কোনো প্রকার আলোচনায় না বসার সিদ্ধান্ত বিএনপির। তবে বৈঠকের জন্য চিঠি দেয়ায় সিইসিকে বিএনপির স্থায়ী কমিটি ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাজার নিয়ন্ত্রণে এ সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে দেশের মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলের নেতাদের সঙ্গে আলোচনার জন্য চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অপরকে বিএনপিকে দেয়া সংলাপের আহ্বান ইস্যুতে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনানুষ্ঠানিক বৈঠকের জন্য দলটিকে চিঠি দেয়া হয়েছে। বিএনপি কোনো এজেন্ডা দিলে কমিশন ভেবে দেখবে। বিএনপিকে সংলাপের আহ্বান জানানো হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসির | সঙ্গে | আলোচনা | অর্থহীন | ফখরুল