আর্কাইভ থেকে ক্রিকেট

বড় জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

বড় জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১২৫ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় আইরিশরা। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কিন্তু টসের পরেই বৃষ্টি দেয় বাগড়া। বৃষ্টি থামলে খেলা কমিয়ে আনা হয় ১৭ ওভারে। এরপর আবার ঝড় শুরু চট্টগ্রামে। তবে ঝড় আকাশে নয়, লিটন রনির ব্যাট থেকে চার ছক্কার ঝড়। পাওয়ার প্লেতেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৩ রান। ১৮ বলে ৫০ তুলে মোহাম্মদ আশারাফুলের রেকর্ড ভাঙেন লিটন দাস। এরপর ওপেনিংয়ে রেকর্ড ১২৪ রানের জুটি গড়ে বিদায় নেন রনি তালুকদার। বেন হোয়াইটের বল  তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়ার আগে তিনি করেন ২২ বলে ৪৪ রান। রনির বিদায়ের পর শতকের কাছে গিয়ে ফিরে যান লিটন। ৪১ বলে ৮৩ রানে লিটন ফিরলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিটি দেখার সুযোগ নষ্ট হয়ে যায়। দুই ওপেনারের বিদায়ের পর ৬১ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। ৩৮ রানে অপরাজিত থাকেন সাকিব আর ২৪ রান করে ফিরে যান হৃদয়। শেষপর্যন্ত নির্ধারিত ১৭ ওভার শেষে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। পাহাড়সম রানের চূড়ায় উঠতে গিয়ে প্রথম বলেই হোঁচট খায় আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টারলিংকে খালি হাতে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন তাসকীন আহমেদ। এরপর আইরিশদের যমদূত হয়ে আবির্ভূত হন সাকিব আল হাসান। একে একে লরকান টাকার, রস এডেয়ার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল ও হ্যারি টেক্টরকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে ৫ উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের আঘাতে খেই হারিয়ে ফেলা আইরিশরা আর পারেনি দাড়াতে ঘুরে।  তবে দলের ভরাডুবির মাঝেও কার্টিস ক্যাম্ফার তুলে নেন অর্ধশতক। আর আইরিশদের রান থামে ১২৫ এ। ৭৭ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।  

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | জয়ে | সিরিজ | নিশ্চিত | করলো | বাংলাদেশ