আর্কাইভ থেকে ক্রিকেট

টি টোয়েন্টিতে ব্যাটারদের রাজা বাবর আজম

টি টোয়েন্টিতে ব্যাটারদের রাজা বাবর আজম

ক্রিকেটের নবীনতম সংস্করণ টি-টোয়েন্টিতে চলতি বছর রীতিমতো স্বপ্নের মত যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। সারা বছর জুড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের পসরা সাজানো পাক ওপেনার বিশ্বকাপেও দারুণ ছন্দে আছেন।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন অর্ধশতকে ৬৬ গড়ে ১৯৮ রান করেছেন বাবর আজম। সবমিলিয়ে চলতি বছরে টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ১৮ ইনিংস খেলে ৪২ গড়ে তার রান হয়ে গেল ৭২১। চলতি বছর টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি রান করেছেন কেবল সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। উড়ন্ত ফর্মে থাকা পাক উইকেটরক্ষক ব্যাটার ১৮ ইনিংসে রান করেছেন সর্বোচ্চ ৯৫১।

এবারের বিশ্বকাপে ইতোমধ্যে বেশকিছু দারুণ রেকর্ডও নিজের করে নিয়েছেন বাবর আজম। আফগানদের বিপক্ষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম সময়ে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

গতকাল রাতে (মঙ্গলবার) নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত এক অর্ধশতকে কোহলির অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সবচেয়ে বেশি অর্ধশতক করার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। টি-টোয়েন্টিতে পাক অধিনায়কের অর্ধশতক এখন ১৪টি।

বিশ্বকাপে দুর্দান্ত এমন পারফরম্যান্সের স্বীকৃতিও দ্রুত হাতেনাতে পেয়েছেন বাবর আজম। সারা বছর জুড়ে অসাধারণ ব্যাটিং করে ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে টপকে টি-টোয়েন্টির সেরা ব্যাটারের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। আজ (বুধবার) আইসিসির টি-টোয়েন্টির সেরা ব্যাটার র‍্যাংকিংয়ে মালানকে টপকান বাবর।

বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটারের তালিকায় ৮৩৪ পয়েন্ট নিয়ে সবার চূড়ায় আছেন ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা এই ব্যাটার। দুইয়ে নেমে যাওয়া দাউদ মালানের পয়েন্ট ৭৯৮। র‍্যাংকিংয়ে ৭৩৩ পয়েন্ট নিয়ে তিনে আছে অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। চারে আছেন বাবর আজমের স্বদেশী সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। পাঁচে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে টি-টোয়েন্টিতে ব্যাটারদের ন্যায় বোলিংয়েও শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। চার-ছক্কার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার তাবারাইজ শামসি কে পিছনে ফেলে চূড়ায় উঠেছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দো হাসারাঙ্গা। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা তার টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে পয়েন্ট সর্বোচ্চ ৭৭৬। এই তালিকায় দুইয়ে থাকা তাবারাইজ শামসির পয়েন্ট ৭৭০। ৭৩০ পয়েন্ট নিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে তিনে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।

কদিন আগেই টি-টোয়েন্টি সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আসা বাংলাদেশের সাকিব আল হাসান জায়গা হারালেন। সাকিবকে টপকে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সেরা অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুজনের পয়েন্টই সমান ২৭১। এই তালিকায় ১৭১ পয়েন্ট নিয়ে তিনে আছেন নামিবিয়ার জোনাথান স্মিথ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন টি | টোয়েন্টিতে | ব্যাটারদের | রাজা | বাবর | আজম