আর্কাইভ থেকে দেশজুড়ে

সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন
দৈনিক প্রথম আলো'র নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ধামরাইয়ের স্থানীয় সংবাদকর্মীরা ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (১ এপ্রিল) দুপুর ১১ টায় ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে স্থানীয় সংবাদকর্মীরা ও উপজেলার ডাউটিয়া সাংবাদিক শামসের নানার বাড়ি। ওই এলাকাবাসী সাংবাদিক শামসের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় ধামরাই রিপোর্টার্স ক্লাবের সদস্যরা ও উপজেলা প্রেসক্লাবের সদস্যরা একত্রা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনস্থলে সাংবাদিক শামসের মা করিমন বেগম উপস্থিত হয়ে মানববন্ধনস্থল আবেগময় করে তুলেন। তিনি বলেন, আমার শামসকে ফিরেয়ে দাও! আমি অনেক হারিয়েছি আর হারানোর ব্যথা সহ্য করতে পারবো না। এসময় উপস্থিত সংবাদকর্মীদের চোখের পানি ছলছল করতে দেখা গেছে। সাংবাদিক শামস হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় শহীদ এএসপি রবিউল করিমের আপন ছোটভাই। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসের মামাতো ভাই মো. ফারুক, বায়ান্ন টিভি'র প্রতিনিধি এম শাহীন আলম, বণিক বার্তার প্রতিনিধি সোহেল রানা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম খান, আমাদের সময় এর প্রতিনিধি আদনান হোসেন, প্রথম আলো'র মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন প্রমূখ।

এ সম্পর্কিত আরও পড়ুন সাংবাদিক | শামসের | মুক্তির | দাবিতে | মানববন্ধন