আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলের কোচ হবার ব্যাপারে সম্মতি আছে আনচেলত্তি!

ব্রাজিলের কোচ হবার ব্যাপারে সম্মতি আছে আনচেলত্তি!
কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপর থেকে এখন পর্যন্ত নতুন কোচ নিয়োগ হয়নি নেইমার-ভিনিসিয়াসদের। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে অন্তর্বর্তীকালী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মেনেজেস। কিন্তু তার দায়িত্বের এক ম্যাচেই ব্রাজিল মরক্কোর কাছে খেয়েছে চুবানি। কে হবেন ব্রাজিলের কোচ? শুরু থেকেই উঠে এসেছে অনেকের নাম। তবে কার্লো অনচেলত্তির নামটা শোনা গিয়েছে খুব জোড়াল ভাবেই। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের গোলরক্ষক এডারসন বলেছিলেন, তিনি রিয়েল মাদ্রিদের হয়ে খেলা সতীর্থদের সঙ্গে কথা বলেছেন। আনচেলত্তির কোচ হবার বড় সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি রদ্রিগেজ জানিয়েছিলেন, ফুটবলারদের পাশাপাশি সমর্থকরাও কোচ হিসেবে আনচেলত্তিকে চায়। এবার স্বয়ং আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইতিবাচক বার্তা দিলেন। রিয়াল মাদ্রিদের বর্তমান এই কোচ জানান, ব্রাজিল ফুটবলের সভাপতির সঙ্গে কথা বলতেও প্রস্তুত তিনি। কার্লো আনচেলত্তি বলেন, ‘বাস্তবতা হলো ব্রাজিল ফুটবল দল কোচ হিসেবে আমাকে পেতে চায়, আর এজন্য আমি বেশ আনন্দিত ও উচ্ছ্বাসিত। ব্রাজিল ফুটবলের সভাপতি কে সেটি আমি জানি না। তবে তিনি যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে আমি খুবই খুশি হবো। আমি বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। আমি সেটি সম্পূর্ণ করতে চায়, কারণ আমি রিয়াল মাদ্রিদকে ভালোবাসি। ভবিষ্যত নিয়ে চিন্তা সময় করার এখন নয়।’ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত আনচেলত্তির চুক্তি আছে রিয়েল মাদ্রিদের সঙ্গে। ৬৩ বছর বয়সী এই ইতালিয়ানের জন্য ব্রাজিল এতোদিন অপেক্ষা করবে নাকি কার্লো আগেই ব্রাজিলে চলে আসবেন সেটিই দেখার বিষয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলের | কোচ | হবার | ব্যাপারে | সম্মতি | আছে | আনচেলত্তি