আর্কাইভ থেকে দেশজুড়ে

দুর্গম যমুনার চরে বেগুন চাষে সফলতা পাঁচ বন্ধুর

দুর্গম যমুনার চরে বেগুন চাষে সফলতা পাঁচ বন্ধুর
সিরাজগঞ্জের কাজিপুরে টেকানি দুর্গম যমুনার চরে উন্নত বেগুন চাষ করে পাঁচ বন্ধু সাড়া ফেলেছে সকলের মাঝে। এই বেগুন গুলো আকারে বড় ও রং ভালো হওয়ায় বেশ চাহিদা বাজারে। যমুনার চরে উৎপাদিত শত শত মন বেগুন পাইকারি ব্যবসায়ী ও ব্যাপারিদের হাত ধরে চলে যাচ্ছে জেলা সদরের পৌর কাঁচা বাজার ও দেশের বিভিন্ন জেলায়। যমুনার এই বালুময় মাঠ যেন ঢেকে আছে সবুজের চাদরে। আর এই সবুজের মাঝে উকি দিচ্ছে সবুজ আর লালচে রংয়ের বেগুন। আশানুরূপ ফলন হওয়ায় খুশি এই বেগুন চাষ করা পাঁচ বন্ধু। ভোরে বেগুন তুলে ঘোড়ার গাড়ি ও নৌকায়  নেয়া হয় স্থানীয় বাজারে। সারাদিন বেগুন তুলে বিকালে নেয়া হয় সিরাজগঞ্জ পৌর কাঁচা বাজার আড়ৎ-এ। ৫০ বিগা জমিতে প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করে সিজন শেষে বেশ লাভবান হয়েছে তারা। রোববার (২ এপ্রিল) সরেজমিনে দেখা যায় পাঁচ বন্ধু আওয়াল,ইসমাইল,আব্দুল মজিদ,জিন্নাহ ও মেজবাহ তারা সবাই নতুন সবজি চাষী। কেউ প্রবাসী আবার কেউ কলেজ এর শিক্ষক। তাদের বেগুন চাষে সফলতা দেখে অনেক কৃষকই এখন চরের  পতিত জমিতে বেগুন চাষে ঝুকছেন। পাঁচ বন্ধুর এক বন্ধু  সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার নাম আব্দুল আওয়াল। তার সঙ্গে কথা বলে জানা যায়, ২০ বছর দেশের বাহিরে থাকলেও দেশে এসে শুরু করেন সবজি চাষ। চার জাতের বেগুন চাষ করেছে তারা। হাইব্রিড, ইরি, দেশী, কাটাবেগুন চাষ করে প্রচুর ফলন পেয়েছে। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছে কোন জমি যেন অনাবাদি না থাকে। এজন্য আমরা ব্যতিক্রম কিছু করার জন্য এই দূর্গম চরে বেগুন চাষ করেছি যেন আমাদরে দেখে সবাই উৎসাহ পায়।

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্গম | যমুনার | চরে | বেগুন | চাষে | সফলতা | পাঁচ | বন্ধুর