আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড়ে গত একদিনের ব্যবধানে তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রী কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। 

শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করে। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয় বলে আবহাওয়া অফিস জানায়। একই দিন বেলা ১২টার সময় সর্বচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড করা হয়। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে উত্তরের এই সীমান্ত উপজেলায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। ৪ নভেম্বর পর্যন্ত চলতি মৌসুমে টানা ১১ দিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর  একদিন বিরতি থাকার পর শনিবার (৬ নভেম্বর) আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | দেশের | সর্বনিম্ন | তাপমাত্রা | রেকর্ড