আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প

আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প
আদালতে আত্মসমর্পণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পৌঁছেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) ব্যক্তিগত বিমানে নিউইয়র্ক শহরে পৌঁছান। পরে শহরটির ট্রাম্প টাওয়ারে যান তিনি। মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবিসি বলছে, বর্তমানে ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে রয়েছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে পুলিশ ও আদালতের কর্মীদের পাশাপাশি সিক্রেট সার্ভিস এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিউইয়র্ক হয়ে লোয়ার ম্যানহাটান কোর্ট কমপ্লেক্সে নিয়ে যাবেন। এদিকে ট্রাম্পের আদালতে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় বিক্ষোভের সম্ভাবনায় আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নিউইয়র্ক কর্তপক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আদালতে অভিযোগের ব্যাপারে ট্রাম্প মুখোমুখি হবেন বলে জানানো হয়েছে। তার আইনজীবীরা ইতোমধ্যে জানিয়েছেন, দোষ স্বীকার করবেন না ট্রাম্প।

এ সম্পর্কিত আরও পড়ুন আত্মসমর্পণ | করতে | নিউইয়র্কে | ট্রাম্প