আর্কাইভ থেকে ফুটবল

আবারও গোলশূন্য ড্র লিভারপুল-চেলসির ম্যাচ

আবারও গোলশূন্য ড্র লিভারপুল-চেলসির ম্যাচ
দলের একের পর এক ব্যর্থতায় রোববার চাকরি হারান চেলসির কোচ গ্রাহাম পটার। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা ব্রুনো সালটারের অধীনেও ম্যাচেও ভাগ্য বদলাল না দলটির। ৬ বদল নিয়ে মাঠে নামা ইয়ুর্গেন ক্লপও পাড়লেন না কোচ বিহীন চেলসির বিপক্ষে জয় তুলতে। শেষ পর্যন্ত ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দল দুটির মুখোমুখি সবশেষ চার ম্যাচে কোনো গোলের দেখা মিলল না। মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচে চেলসির কপালটাও অবশ্য মন্দ ছিল। দুবার জালে বল পাঠালেও অফসাইডে দেখা মিলল না গোলের। ম্যাচের চতুর্থ মিনিটে বল নিয়ে দারুণ গতিতে লিভারপুল ডিফেন্সে ঢুকে পড়েছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু তার শট আকটিয়ে দেন মেতিপ। পরের মুহূর্তে আবারও লিভারপুল ডিফেন্স কাঁপিয়ে দেয় চেলসি। কিন্তু এবারও সূবর্ণ সুযোগ হাতছাড়া করে চেলসি। শেষ মুহূর্তে ইব্রাহিমা কোনাটের নৈপুণ্যে বেঁচে যায় লিভারপুল।   লিভারপুল পাল্টা আক্রমণে গিয়ে চাপ তৈরির চেষ্টা করলেও চেলসির প্রেসিংয়ের কারণে বেশ বেগ পেতে হচ্ছিল ক্লপের শিষ্যদের। লিভারপুরের চেয়ে চেলসিকেই বরং অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। ১৯ মিনিটে গিয়ে প্রথম লক্ষ্যে শট নেয় লিভারপুল। যদিও সেটা থেকে কোনো সাফল্য আসেনি।   ২৪ মিনিটে কর্নার থেকে গোল করেন চেলসির রিচ জেমস। ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে অবশ্য বাতিল হয়ে যায় সেই গোল। ম্যাচের প্রথম ৩০ মিনিট ছিল চেলসির দাপটের গল্প। স্বাগতিকদের তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি লিভারপুল। এমনকি প্রথম ৩০ মিনিট প্রতিপক্ষের বক্সে বলের স্পর্শও পায়নি অ্যানফিল্ডের দলটি। আক্রমণে অবশ্য চেলসিও খুব একটা ধারাবহিক ছিল না। বিশেষ করে লিভারপুল ডি-বক্সের ভেতর গিয়ে বারবার খেই হারাচ্ছিল তারা।   প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে জ্বলে উঠে লিভারপুল। দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পান দিয়েগো জোতা। তবে বলকে জালের ঠিকানা দেখাতে ব্যর্থ হন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর জো গোমেজের প্রচেষ্টা ঠেকান চেলসি গোলরক্ষক কেপা। একটু পর আবারও বৃথা যায় লিভারপুলের প্রচেষ্টা। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। চেলসি ঘরের মাঠে এ নিয়ে টানা ৮ ম্যাচে প্রথমার্ধে গোলহীন থাকল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন কোভাচিচ। কোনাতের পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে উড়িয়ে মারেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। তিন মিনিট পর আরেকবার লিভারপুলের জালে বল, কিন্তু গোল মেলেনি এবারও। রিপ্লেতে দেখা যায়, বক্সে ঢুকে হাভার্টজের চিপ আলিসন ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জার্মান মিডফিল্ডারের হাতে লেগে জালে গিয়েছিল।চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ৮৫টি সেভ করলেন আলিসন, লিভারপুল যোগ দেওয়ার পর এক আসরে যা তার সর্বোচ্চ। মাঝে খেলার গতি কমে আসে। ৭৬তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন ফেলিক্স। যোগ করা সময়ের শেষ মিনিটে ফের্নান্দেসের শটও ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। এই ড্রয়ে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে লিভারপুল। আর এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে চেলসি।    

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | গোলশূন্য | ড্র | লিভারপুলচেলসির | ম্যাচ