আর্কাইভ থেকে ফুটবল

জার্মান কাপ থেকে বিদায় বায়ার্ন মিউনিখের

জার্মান কাপ থেকে বিদায় বায়ার্ন মিউনিখের
কিছুদিন আগে হঠত করেই বায়ার্ন মিউনিখের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ইউলিয়ান নাগলসমানকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন থমাস টুখেলের। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই অবশ্য করছেন বাজিমাত। বুরুশিয়া ডটমুন্ডকে হারিয়ে বায়ার্ন ফিরে পেয়েছে লিগের শীর্ষ স্থান। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফ্রেইবুর্গের কাছে হেরে বায়ার্নকে বিদায় নিতে হলো জার্মান কাপ থেকে। ৯৫ মিনিট পর্যন্ত ম্যাচটা সমতাতেই ছিল। কিন্তু শেষ সময়ে জামাল মুসিয়ালার হ্যান্ডবলে ফ্রেইবুর্গ পেনাল্টি পেলে বদলে যায় দৃশ্যপট। স্পট কিক থেকে নিকোলাস হফলার নিজের দ্বিতীয় গোল করে দলকে নিয়ে যান সেমিফাইনালে। রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে ফ্রেইবুগের জয় ২-১ গোলে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল বায়ার্ন। ১৯ মিনিটে জশোয়া কিমিখের কর্নারে হেড থেকে দুর্দান্ত এক গোল করে জার্মান পরাশক্তিদের এগিয়ে দেন ফরাসি তারকা দায়োত উপামেকানো। এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বায়ার্ন। ৮ মিনিট ডি-বক্সের বাইরে হফলারের বুলেট গতির সমতায় ফেরে ফ্রেইবুর্গ। লিড হারালেও বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে চেষ্টা করে যায় বায়ার্ন। গোলের সন্ধানে ব্যর্থ হয়ে বিরতিতে যেতে হয় মুলারদের। বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। তুলনামূলক পিছিয়ে থাকলেও ফ্রেইবুর্গ কিন্তু সুযোগ পেলেই চেষ্টা করছিল বায়ার্নকে চাপে ফেলার। যদিও দুই দলের প্রচেষ্টা ৯০ মিনিট পর্যন্ত কোনো গোল এনে দিতে পারেনি। বায়ার্ন বড় ধাক্কা অতিরিক্ত সময়ে। হফলারের পেনাল্টি গোলে বিদায় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।  

এ সম্পর্কিত আরও পড়ুন জার্মান | কাপ | বিদায় | বায়ার্ন | মিউনিখের