আর্কাইভ থেকে আন্তর্জাতিক

নামাজরত ইমামের কাঁধে বিড়াল, ভিডিও ভাইরাল

নামাজরত ইমামের কাঁধে বিড়াল, ভিডিও ভাইরাল
সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে আলজেরিয়ায়। পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন এক ইমাম। তার পেছনে অসংখ্য মুসল্লিরা অংশ নেন তাতে। এমন সময় বিড়াল এসে ইমামের কাঁধে উঠে বসে। জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। শেখ ওয়ালিদ মেহাস নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দেয়া হয়েছে। দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আলজেরিয়ার একটি শহরে তারাবির নামাজ পড়ানোর সময় এক বিড়ালের গায়ে লাফ দিয়ে উঠে পড়েছে এক বিড়াল। পরে ধীরে ধীরে সেটি ইমামের কাঁধের ওপর চড়ে বসে এবং তার মুখে চুমু দেয়ার চেষ্টা করে। তবে এরমধ্যেও ইমাম তার চোখ বন্ধ করে তিলাওয়াত করতে থাকেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, পশুরাও আল্লাহর বাণীকে ভয় পায়। ইমামের ওপর একটি বিড়াল উঠে পড়েছে দেখুন। আর সে তারাবির নামাজে কুরআন তিলাওয়াত করছে। এক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, দৃশ্যটি এত সুন্দর যে চোখে পানি এসে পড়ল। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, দেখে মনে হলো বিড়ালটি যেন এমন তিলাওয়াতের জন্য ধন্যবাদ জানাতে চাইছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন নামাজরত | ইমামের | কাঁধে | বিড়াল | ভিডিও | ভাইরাল