আর্কাইভ থেকে ফুটবল

এমবাপ্পেকে ‘অহম’ বন্ধ করতে বললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

এমবাপ্পেকে ‘অহম’ বন্ধ করতে বললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা
সময়টা একদম ভালো যাচ্ছে না পিএসজির। একের পর এক ম্যাচ হেরে দলটি বিদায় নিচ্ছে সব আসর থেকে। লিগ টেবিলের শীর্ষে থাকলেও যে খুব সুবিধাজনক অবস্থানে আছে সেটাও বলার উপায় নেই।  এরই মধ্যে দলটির প্রচারের জন্য বানানো একটি প্রমো ভিডিও বানানো হয়েছে। যেখনে রাখা হয়নি মেসি ও নেইমার। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পিএসজির প্রচারণামূলক ভিডিও নিয়ে পিএসজির সেই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল মূলত মৌসুমের টিকিটধারীদের টিকিট নবায়নের আহ্বান জানানোর উদ্দেশ্যে। যেখানে ক্লাবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এবং ক্লাবের পরিবেশ নিয়ে কথা বলেছেন পিএসজি তারকা। এমবাপ্পের দাবি, ভিডিওতে তাঁর কথাগুলো ব্যবহারের আগে অনুমতি নেওয়া হয়নি। যে কারণে ভিডিওটির সঙ্গে দ্বিমত পোষণ করে  ইনস্টাগ্রামে কড়া বার্তা দেন এমবাপ্পে। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, ক্লাবের নাম প্যারিস সেন্ট জার্মেই, কিলিয়ান সেন্ট জার্মেই নয়। আর এই বিষয়টিকে কেউ কেউ এমবাপ্পের ‘অহম’ও দেখতে পেয়েছেন। তাঁদের একজন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তফ দুগারি। তিনি মনে করেন, এমবাপ্পে এই সমস্যা নিজেদের মধ্যে কথা বলে সমাধান করতে পারেতন। ইনস্টাগ্রামে এমবাপ্পের দেওয়া বার্তাটি নিয়ে দুগারি বলেছেন, ‘ক্লাবের উচিত, তাকে সতর্ক করা। আপনি কি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তার কোনো মূল্য আছে? এটা নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলে সমাধান করে নিতে পারত। এই বার্তার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। এটা থামাও। এসব অহম বন্ধ করো। তারা মাঠে একের পর এক ম্যাচে হারছে। তাদের খেলতে দাও, নিজেদের প্রমাণ করতে দাও।’

এ সম্পর্কিত আরও পড়ুন এমবাপ্পেকে | অহম | বন্ধ | করতে | ফ্রান্সের | বিশ্বকাপজয়ী | তারকা