গেলো ৫ সেপ্টেম্বর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উদ্যাপন করেন এমিলিয়ানো মার্টিনেজ। একই ধরনের উদ্যাপন আর্জেন্টাইন গোলরক্ষককে করতে দেখা গিয়েছিলো ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও। সেবার ফিফা এমিকে শাস্তি না দিলেও এবার তার উপরে আরোপ করেছে নিষেধাজ্ঞা।
শুধু সেই ম্যাচেই নয় ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারের পর ক্যামেরায় ধাক্কা দেন মার্টিনেজ। সেই ক্যামেরার অপারেটর জনি জ্যাকসন কলম্বিয়ান সংবাদমাধ্যমে জানান, তিনি এমির হাতে ‘লাঞ্ছিত’ হয়েছেন এবং এ ঘটনায় তিনি ‘খুবই ক্ষুব্ধ’।
দুই ম্যাচেই এমন আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে মার্টিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। ফলে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না অ্যাস্টোন ভিলার এই গোলরক্ষক।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬।