আর্কাইভ থেকে আবহাওয়া

সপ্তাহজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে

সপ্তাহজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে
গেলো কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সপ্তাহজুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, আগামী ৭-৮ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে এই সময়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ঋতু পরিবর্তনের এই সময় ছিটেফোঁটা বৃষ্টি বিশেষ করে সিলেটের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমবে না। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গেলো ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৩৮ দশমিক ১, রংপুরে ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪ দশমিক ৭, সিলেটে ৩৫, চট্টগ্রামে ৩৬ দশমিক ২, খুলনায় ৩৭ এবং বরিশালে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন সপ্তাহজুড়ে | তাপপ্রবাহ | অব্যাহত | থাকবে