আর্কাইভ থেকে আন্তর্জাতিক

যেভাবে ফাঁস হয়েছে পেন্টাগনের সেই গোপন নথি

যেভাবে ফাঁস হয়েছে পেন্টাগনের সেই গোপন নথি
ইউক্রেন যুদ্ধ নিয়ে ছড়িয়ে পড়েছে অতি গোপনীয় কিছু মার্কিন নথি। এই নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি এত বেশি শোরগোল সৃষ্টি করেছে যে এ নিয়ে বেশ অস্বস্তিতেই রয়েছে দেশটি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, কয়েক ডজন শ্রেণিবদ্ধ নথি বিভিন্ন অনলাইন মাধ্যমে ফাঁস হয়। বর্তমানে সেগুলো আবার খুঁজেও পাওয়া যাচ্ছে না আর। তবে কীভাবে ছড়াল এত নিরাপত্তায় থাকা এসব নথি? নথিগুলোর প্রথম স্ক্রিনশটগুলো পোস্ট করা হয়েছিল ১ মার্চ ডিসকর্ডে (অনলাইন গেমারদের কাছে জনপ্রিয় একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম) পোস্ট করা হয়েছিল। এরপর সেগুলো বেশ কয়েকটি অনলাইন আলোচনাভিত্তিক চ্যানেলে শেয়ার করা হয়েছিল। একটি চ্যানেলে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে তর্কে জড়ানোর পর একজন ব্যবহারকারী বলেন, এখানে কিছু ফাঁস হওয়া নথি আছে। এরপর তিনি বেশ কয়েকটি নথির স্ক্রিনশট পোস্ট করেন। চ্যানেলের চ্যাট গ্রুপে থাকা একজন দাবি করেন, ছবিগুলো ডিসকর্ডের অন্য চ্যানেল আরেকটি থেকে নেয়া হয়েছে। পরে সেগুলো সরিয়ে ফেলা হয়। নেদারল্যান্ডসভিত্তিক তদন্তকারী ওয়েবসাইট বেলিংক্যাট বলেছে, কিছু নথি জানুয়ারিতে বা তারও আগে পোস্ট করা হতে পারে। ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সগুলোর সেনা সদস্যরা গোপনে ইউক্রেনে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ২২ মার্চের একটি নথিতে উল্লেখ রয়েছে, ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের একজন সেনা অবস্থান করছেন। তবে ওই নথিতে ইউক্রেনের কোনো অঞ্চলে এসব সেনা অবস্থান করছেন সে বিষয়ে কিছু উল্লেখ নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন যেভাবে | ফাঁস | হয়েছে | পেন্টাগনের | গোপন | নথি