ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী-৩’ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণে এক জন নিহত এবং ৭ জন দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, বিস্ফোরণের ঘটনায় জাহাজের ১৩ স্টাফের মধ্যে ৮ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত কামরুল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা।
ঘটনা স্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ক্ষতিগ্রস্থ জাহাজ পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহিদুল ইসলাম জানান, বিস্ফোরণে তলা ফেটে যাওয়া জাহাজ যাতে ডুবে না যায় তার জন্য চেষ্টা চলছে। ইতোমধ্যে জাহাজ থেকে প্রায় ৯ লাখ লিটার ডিজেল অন্য একটি জাহাজে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।