আন্তর্জাতিক

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যাওয়ার সময় ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: নিজস্ব

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা দেশটির উত্তরাঞ্চলীয় সামিনাকা শহরে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করতে যাচ্ছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, লেরে শহরের কাছে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে এসব মানুষের মৃত্যু হয়।

কাদুনা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা মৃতের সংখ্যা ৩৬ বলে জানালেও মিলাদুন্নবী (স.) আয়োজনের সংগঠক আহমেদ দয়াবু নিহতের সংখ্যা ৪০ বলে জানান। দুর্ঘটনায় আরও ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, বাসের যাত্রীরা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাওয়ার জন্য যাত্রা করেছিলেন। লেরে শহরে পৌঁছানোর পর তাদের গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৪০ জন নিহত হয়। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৭১ জন যাত্রী ছিলেন।

 

নাইজেরিয়ায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসে নাইজেরিয়াজুড়ে সড়ক দুর্ঘটনায় ১৪৭০ জনেরও বেশি লোক মারা গেছেন। মূলত প্রতিদিন গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন।

কেএস//

এ সম্পর্কিত আরও পড়ুন নাইজেরিয়া