‘মানবতার হাত বাড়িয়ে করবো রক্ত দান, নিজের রক্ত অন্যের শিরায় বাঁচবে শত প্রান’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লায় সারাদিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শোল্লা ব্লাড পয়েন্ট এ কর্মসূচির আয়োজন করে। এসময় বিনামূল্যে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিনের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী প্রভাষক ডা: বাবুল হোসেন।
ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন এল.জি.ই.ডি এর প্রকল্প পরিচালক মো. সেলিম মিয়া। প্রধান আলোচক ছিলেন শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ। গেষ্ট অফ অনার ছিলেন মর্ডান লাইফ হাসপাতালের চেয়ারম্যান শারমিন সেলিম তুলি।
আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, মো .শুবিদ আলী, মো. এমদাদুল হক, নুর রহমান লিপু, নিখিল চন্দ্র মন্ডল, মো. আমিনুল ইসলাম প্রমূখ।
এস