আর্কাইভ থেকে বিনোদন

মনিরা মিঠুর বাসায় চুরির অভিযোগে গৃহকর্মী কারাগারে

মনিরা মিঠুর বাসায় চুরির অভিযোগে গৃহকর্মী কারাগারে
অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্মী মোসা. বিলকিস আক্তার ওরফে কনাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের সাব-ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এক দিনের রিমান্ড শেষে কনাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় কনার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গেলো ১১ এপ্রিল কনার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন কনার দুই সহযোগী বাপ্পি চন্দ্র দে ও রবিউল আউয়ালকে কারাগারে পাঠানো হয়। গেলো ২ এপ্রিল অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাতেই কণাকে আসামি করে মামলা করেন। মামলায় নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার চুরির কথা উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন মনিরা | মিঠুর | বাসায় | চুরির | অভিযোগে | গৃহকর্মী | কারাগারে