বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।
টাইগারদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ও টেস্ট খেলতে দুবাই থেকেই সরাসরি ঢাকায় আসেন তারা।
আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। সেমিতে বাদ পড়ায় আগেই চলে এসেছে পাকিস্তান দল।
বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দলকে হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করতে হবে।
টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গের পরদিনই বাংলাদেশের পথে পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারে বিদায় ঘণ্টা বাজে বাবরদের। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের এক সপ্তাহ আগেই আজ শুক্রবার (১২ নভেম্বর) মধ্যরাতে দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে পাকিস্তান ক্রিকেট দল।
তবে এ দলের সাথে থাকছে না দল প্রধান বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতির বরাত দিয়ে জিও নিউজ জানায়, দলের এ দুই তারকা বাংলাদেশে আসবেন আগামী ১৬ নভেম্বর।
টি-টুয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে মোহাম্মাদ হাফিজের পরিবর্তে আনা হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। তবে, টেস্ট সিরিজের স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। বাংলাদেশ সফরে ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন দলের সাবেক তারকা খেলোয়াড় সাকলাইন মুশতাক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র মতে, শনিবার বাংলাদেশ সময় সকাল ৮ টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পাকিস্তান স্কোয়াড। বাংলাদেশে তাদের কোয়ারেন্টাইন করতে না হলে ও করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই প্রবেশ করতে পারবেন জৈব সুরক্ষা বলয়ে।