খেলাধুলা

অ-১৭ দলের ম্যানেজার হচ্ছেন এমিলি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী মাসে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন এমিলি। এর আগে তিনি এমন কোনো দায়িত্ব পালন করেননি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ম্যানেজার হওয়ার চিঠি পেয়ে এমিলি বলেন, এক যুগের বেশি সময় দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মুল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ।

বাংলাদেশ দলের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন এমিলি। তিনি ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। ফুটবলের সাথেই থাকার ইচ্ছা এই ফুটবলারের। ফলে এবার বাফুফের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করলেন।

ভুটানে সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ অন-১৭ দল। ভুটান থেকে ফিরে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। আগামী ১ অক্টোবর থেকে এমিলির দায়িত্ব শুরু হবে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন অ১৭ | দলের | ম্যানেজার | হচ্ছেন | এমিলি