রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। মারা যাওয়া দুই রোগীর একজন নওগাঁর এবং আরেকজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন পুরুষ এবং একজন নারী রোগী মারা গেছেন। যাদের দুজনেরই বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তারা হাসপাতালের ২৯/৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।