লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাল বোঝাই ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত দুই স্কুলছাত্রীর নাম- সানজিদা ও ফাহমিদা। তারা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন এলাকাবাসী। বন্ধ রয়েছে আশপাশের এলাকার যান চলাচল।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে আরিফ হোসেন তার মেয়ে এবং তার স্ত্রীর বড় ভাইয়ের মেয়েকে মোটরসাইকেলে করে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
পথেই তালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কায় দেয়। এ সময় তারা ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই ছাত্রী মারা যান। এ সময় গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে এলাকাবাসী।
এ ঘটনা সেই সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পৌঁছেছেন দায়িত্বে থাকা টহল পুলিশের একটি দল।
মুক্তা মাহমুদ