পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে স্কুলশিক্ষকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে অবস্থান নেন ওই যুবতী। সুমন আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সুমন ও ওই যুবতী এলএলবিতে অধ্যয়নরত। তারা দুজনে ব্যাচমেট। প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। পরে উভয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একাধিকবার তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে তিনি বাড়িতে অবস্থান নেয়।
ওই তরুণী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে সুমন আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে। আমি তাকে বিয়ের জন্য বলি। কিন্তু তিনি তালবাহানা করছেন। আমি তার বাড়িতে অবস্থান নেয়ার পর তিনি আমাকে ফোন দিয়ে বরিশাল যেতে বলেন। আমি তার কথায় রাজি হইনি। আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করবো।
সুমনের বাবা বাশার সিকদার জানান, এ মেয়ে আমাদের বাড়িতে আসার পর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এ মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।
স্থানীয় নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলের বাবা আমার কাছে এসেছেন। আমি ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেয়ার কথা বলেছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।