আর্কাইভ থেকে দেশজুড়ে

অব্যাহতি আদেশ প্রত্যাহার, চিঠি পেলেন পৌর মেয়র রেজা

অব্যাহতি আদেশ প্রত্যাহার, চিঠি পেলেন পৌর মেয়র রেজা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাবেক আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা দল থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। গেলো ১৩ (এপ্রিল) বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়। ওই চিঠিতে বলা হয়, ‘শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতীয় নির্বাচন/ স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। এমতাবস্থায়, গেলো (১৭ ডিসেম্বর) গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো। ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। উল্লেখ্য, ২০২১ সালে (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে সাজ্জাদুল হক রেজা প্রার্থী হন। এ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সে সময় দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে মেয়র রেজা বলেন, দল থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহারের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপির  প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দীর্ঘদিন দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে দলের সকল সিদ্ধান্ত মেনে দলের জন্য কাজ করতে চাই।  

এ সম্পর্কিত আরও পড়ুন অব্যাহতি | আদেশ | প্রত্যাহার | চিঠি | পেলেন | পৌর | মেয়র | রেজা