আর্কাইভ থেকে বাংলাদেশ

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের অর্থ পাচারের প্রতিবাদে মানববন্ধন

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের অর্থ পাচারের প্রতিবাদে মানববন্ধন

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের নিয়োগ বাণিজ্য, ঋণ বাণিজ্য ও সুদ মওকুফ বাণিজ্যসহ অফশোর ব্যাংকিং এর মাধ্যমে ৪৮৩ কোটি টাকা পাচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন আমানতকারীরা। দুর্নীতি দমন কমিশন- দুদকে স্মারকলিপিও দিয়েছেন তারা।

আজ সোমবার (১৫ নভেম্বর) সকালে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ব্যাংকটির কিছু আমানতকারী।

এ সময় তারা বলেন, ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের স্বেচ্ছাচারিতা, জালিয়াতি এবং দুর্নীতির কারণে বিপুল অর্থ পাচার হয় ধ্বংসের পথে ব্যাংকটি।  ফলে চরম শঙ্কায় পড়েছে সারাদেশের হাজার হাজার গ্রাহকের আমানত। আলমগীর কবির টানা ১৭ বছর ধরে একই পদে আছেন। পরে আমানতকারীদের পক্ষ থেকে দুদকের চেয়ারম্যান এর কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে আলমগীর কবিরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাউথইস্ট | ব্যাংকের | চেয়ারম্যানের | অর্থ | পাচারের | প্রতিবাদে | মানববন্ধন