আর্কাইভ থেকে বাংলাদেশ

পাওনা টাকা ফের চাওয়ায় খুন করা হয় বৈজ্ঞানিক কর্মকর্তাকে : র‌্যাব

পাওনা টাকা ফের চাওয়ায় খুন করা হয় বৈজ্ঞানিক কর্মকর্তাকে : র‌্যাব

গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ পাওনা টাকা ফের চাওয়ায় কাকে খুন করে জাকির। দিনাজপুরে চাকরির সময়ই গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের সঙ্গে সখ্যতা হয় জাকিরের। নিজেদের মধ্যে সম্পর্ক ভালো শহীদের কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন জাকির। সেই টাকার নিয়েই তাদের সম্পর্কে অবনতি ঘটে। শহীদকে খুন করার পরিকল্পণা নেন জাকির। পরিকল্পনায় অনুযায়ী রাজধানীর শ্যামলীতে প্রকাশ্যে শহীদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই  হত্যাকাণ্ডে জড়িত জাকির ও সাইফুলকে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদে এ তত্য বের হয়ে আসে।

আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, রোববার রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী মো. জাকির হোসেন ও হত্যাকারী মো. সাইফুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার জাকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নিহত আনোয়ার শহীদের কাছ থেকে বিভিন্ন সময়ে জাকির ১২ লাখ টাকা ধার হিসেবে নেয়। ভিকটিম অবসর গ্রহণের পর ঢাকায় বসবাস শুরু করলেও ঘনিষ্ঠতার সুবাদে জাকিরের সঙ্গে বিভিন্ন বিষয়ে যোগাযোগ হতো।

গ্রেপ্তার সাইফুল এবং জাকিরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আনোয়ার শহীদকে হত্যার ধারাবাহিক পরিকল্পনা অনুযায়ী, ১১ নভেম্বর সকালে জাকির ও সাইফুল দিনাজপুর থেকে ঢাকায় এসে কল্যাণপুরে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন।

তিনি বলেন, গেলো ১১ নভেম্বর সন্ধ্যা ৭টার পর শ্যামলীতে আনোয়ার শহীদকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ছোট বোন ফেরদৌস সুলতানা (৫৯) আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ কর জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এ সম্পর্কিত আরও পড়ুন পাওনা | টাকা | ফের | চাওয়ায় | খুন | করা | হয় | বৈজ্ঞানিক | কর্মকর্তাকে | | র‌্যাব